নিজস্ব প্রতিবেদক
আগামী ১৪ ই এপ্রিল বাংলা নববর্ষ (১৪৩২) পহেলা নৈশাখ উপলক্ষে সোনাগাঁ উপজেলা প্রশাসন প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছেন।
৮ই এপ্রিল রোজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় সোনারগাঁও উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ ১লা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে সোনারগাঁও উপজেলা প্রশাসন ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বটতলায় এক মেলার আয়োজন করা হয়েছে। মেলায় গ্রাম্য ঐতিহ্য তুলে ধরে কবিতা আবৃতি, রচনা, চিত্রাংকন,জামদানী শাড়ী, কাঠের পুতুল,মহিলাদের সাংসারিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ নানা ধরনের দোকান পাট বসার ব্যবস্থা করা হবে বলে সভায় আলোচনা করা হয়েছে।
সোনারগাঁও উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় ঐ দিন সকাল ৯ ঘটিকার সময় সকালের উপস্থিতিতে একটি বিশাল শুভ যাত্রার আয়োজন করা হবে জানিয়েছেন।
এ সময় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহমেদ তিথি, সোনারগাঁও উপজেলা সরকারি ভূমি অফিসার মনজুর মোরশেদ,সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।