নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মোঃ মামুন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি – মোঃ মামুন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার আবদুর রশিদের ছেলে।
পুলিশ জানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন লোকজন এবং যানবাহন তল্লাশি চলাকালীন সময় কুমিল্লা হইতে ঢাকাগামী একটি মোটরসাইকেল যোগে আসামি মোঃ মামুন ঘটনাস্থলে আসলে মোটরসাইকেলটি সিগন্যাল দিয়ে থামানোর সাথে সাথে উক্ত আসামি মোটরসাইকেল হইতে নেমে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।